২০২৫ ক্লাব বিশ্বকাপে ম্যানচেস্টার সিটি নেমেছে শিরোপা ধরে রাখার লক্ষ্যে। সেই লক্ষ্য সামনে রেখে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বের দুই ম্যাচ জিতে উঠে গেছে নকআউট পর্বে। বাংলাদেশ সময় আজ সকালে সংযুক্ত আরব আমিরাতের একটি ক্লাবকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে সিটিজেনরা।
১০ বছর তো কম সময় নয়। একটা ক্লাবে এত দীর্ঘ সময় থাকলে তাঁর আশেপাশের পরিবেশ তখন হয়ে ওঠে পরিবারের মতো। কথাটা বলা হচ্ছে কেভিন ডি ব্রুইনাকে নিয়ে। যাঁর বিদায়বেলায় পুরো ম্যানচেস্টার সিটি গত রাতে হয়ে উঠেছে ডি ব্রুইনাময়।
ম্যাচে সমতায় ফেরার দারুণ সুযোগ তৈরি করেন আর্লিং হালান্ড। ওয়েম্বলিতে গতকাল এফএ কাপের ফাইনালে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে গোলের চেষ্টা করেন হালান্ড। তবে ক্রিস্টাল প্যালেস গোলরক্ষক ডিন হেন্ডারসনের নৈপুণ্যে হালান্ডের গোলটা হয়নি।
চলতি মৌসুমে শেষে ম্যানচেস্টার সিটি ছেড়ে যাবেন—কেভিন ডি ব্রুইনে ঘোষণাটা আগেই দিয়েছেন। গতকাল পেপ গার্দিওলার অধীনে লিওনেল মেসির পর দ্বিতীয় ফুটবলার হিসেবে ২৫০ গোলে অবদান রাখার কীর্তি গড়লেন বেলজিয়াম তারকা। শুধু কীর্তি নয়, বিদায়বেলায় দারুণ এক গোলে গতকাল রীতিমতো সিটিকে বাঁচালেন এই মিডফিল্ডার